শুভেচ্ছাবার্তা

ডাঃ সুজয় চক্রবর্তী
মুখ্য প্রশাসক
হাওড়া পৌর নিগম

আজ গণদেবতার বিপুল সমর্থনে মা-মাটি-মানুষের সরকার একটানা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ সরকার হিসাবে নির্বাচিত। এই পুণ্যলগ্নে আমার হাওড়াবাসী প্রতিটি নাগরিক-কে জানাই কৃতজ্ঞতা, সবুজ অভিবাদন ও অভিনন্দন। আপনাদের সুচিন্তিত প্রতিটি অমূল্য ভোট নির্বাচনে যুযুধান সকল প্রত্যক্ষ ও পরোক্ষ বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী শক্তিকে পর্যুদস্ত করে শিখিয়ে দিয়েছে সাম্প্রদায়িকতার স্থান বাংলায় নেই, মনে করিয়ে দিয়েছে বাংলার একান্ত আপন সংস্কৃতি যেখানে ভাস্বর “নানা জাতি, নানা মত, নানা পরিধান; বিবিধের মাঝে দেখ মিলন মহান”। আজ আবার সুপ্রতিষ্ঠিত সেই বিদ্রোহী কন্ঠস্বর “বাংলার মাটি, দূর্জয় ঘাঁটি, জেনে নিক দূর্বৃত্ত”। এই মহামন্ত্রে আপামোর জনমানসে নিবেদন করি আমার কুর্নিশ॥
ভারতবর্ষের জনদরদী অবিসংবাদী নেত্রী তথা পশ্চিমবঙ্গের মমতাময়ী মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে হাওড়া পৌর নিগমে নিযুক্ত প্রশাসকমন্ডলী বিগত মে মাস থেকে নিয়োজিত রয়েছে। সাধারণ নাগরিকদের কাছে সব ধরনের পৌর সুযোগ-সুবিধা পৌছে দিতে দায়বদ্ধ আমরা, মহামারী করোনা আবহে মৃত্যুমিছিল প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ নিগমের প্রতিটি সৈনিক- আক্রান্ত মানুষের রোগ নির্নয় থেকে, অ্যাম্বুলেন্স পরিষেবায় হাসপাতালে পৌছে দেওয়া, পাশাপাশি গণ-টিকাকরণে জীবনের নিরাপত্তা বিধানে সজাগ প্রহরীর ভূমিকায় আপনাদের পাশে রয়েছে আপনাদের নিজস্ব হাওড়া পৌর নিগম।
পাশাপাশি আপনাদের সহযোগিতায় ও নিগমের সতর্কতায় ডেঙ্গু-ম্যালেরিয়ার মত পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধেও সাফল্য সুষ্পষ্ট। ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে “হাত বাড়ালেই মিউটেশন” উদ্যোগ। পদ্ধতিগত সরলীকরণে মিউটেশন আজ আর দীর্ঘায়িত প্রক্রিয়া নয়। বর্তমানে নিগম পরিচালিত দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্পে জনমুখী বিভিন্ন মমতাময়ী প্রকল্পে গণদেবতার বিপুল সাড়ায় অনুপ্রাণিত নিগম পরিবারের সকল স্তরের বন্ধুরা।
সাফাই অভিযান-কে আরও সংঘবদ্ধ করে, নিকাশী ব্যবস্থায় উন্নততর প্রযুক্তি ব্যবহারে জমা জলের সঙ্কটমোচনে পদক্ষেপ গৃহীত হয়েছে। প্রয়োজনে শহরের গুরুত্বপূর্ণ নিকাশী ব্যবস্থা প্রযুক্তিগত পুনর্মূল্যায়ণে নিগমের সাথে একযোগে কাজ করছে পঃ বঃ সরকারের সেচ দপ্তর, হাওড়া উন্নয়ন পর্ষদ, কে এম ডি এ সকলে- তবে সকল স্তরের নাগরিকমন্ডলীর কাছে প্লাষ্টিকজাত সামগ্রী বা বর্জ্য রাস্তায় বা নর্দমায় না ফেলার আবেদন জানাই। এই ধরনের জঞ্জাল আমাদের পৌর নিকাশী ব্যবস্থাকে স্তব্ধ করার কারনে বহু ক্ষেত্রে-ই অঞ্চল প্লাবিত হচ্ছে। ভাঙাচোরা রাস্তা মেরামতি ও পুনর্নির্মাণের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
সর্বত্র সমানভাবে পরিশ্রুত পানীয় জল পৌছে দিতে গৃহীত হয়েছে পরিকল্পনা, অপরিবর্তিত থাকা সম্পত্তি কর সংগ্রহের ব্যবস্থায় অনলাইন পরিষেবা, অনুজ্ঞা বা লাইসেন্স বিভাগের পদ্ধতিগত সরলীকরণ ও অনলাইন প্রদান পরিষেবা চালু হয়েছে। অন্য বিভিন্ন পরিষেবায় ভিড় এড়াতে অনলাইন পরিষেবা প্রদানের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের সার্বিক সমর্থন ও সহযোগিতায় আপনাদের দেখানো পথে এগিয়ে চলতে অঙ্গীকারবদ্ধ হাওড়া পৌর নিগম পরিবার।